বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

নাটোরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে আলোচনা 

নাটোর প্রতিনিধি

নাটোরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে আলোচনা 

নাটোরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন করেছে ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা শাখা। বুধবার (২৪ মে) নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। 

প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের এমপি রত্না আহমেদ। 

এছাড়াও কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিএম ইস্রাফিল ইসলাম, নাটোর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইমামুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ সাতটি উপজেলার শতাধিক ইমাম উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে এমপি রত্না আহমেদ জানান, সমাজে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে বর্তমানে কিশোর গ্যাংদের মাধ্যমে সমাজে সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই বেশি বেশি সংগঠিত হচ্ছে। তাদের সুপথে আনার জন্য তাদের বাবা-মাকে সতর্ক করতে হবে। বাল্যবিয়ে রোধে, জন্ম নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা গ্রহণেও ইমামদের কাজ করতে হবে।

তাছাড়াও অনুষ্ঠানে ইমামদের আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য চাষ, কৃষি ও বনায়ন, পশু পালন, হাঁস-মুরগী পালনের উপর ইমামদের প্রশিক্ষণ দেয়া হয়। 

টিএইচ